অষ্টম শ্রেণি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


অধ্যায়: ০৫
শিক্ষা ও দৈন্দন্দিন জীবনের ইন্টানেটের ব্যবহার

[বি.দ্র: নিচের সঠিক উত্তরের পাশে () চিহ্নটি দেওয়া আছে]

বহুনির্বাচনী
.   বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
  ক বিং                   গুগল                    ইয়াহু                         পিঁপীলিকা
.   -মেইল কী?
  ক ইমারজেন্সি মেইল                             ইলেকট্রিক্যাল মেইল
  গ ইঞ্জিনিয়ারিং মেইল                            ইলেকট্রনিক মেইল
অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে
  i. ইন্টারনেট সংযোগ নিতে হবে
  ii. নিয়মিত পত্রিকার মূল্য পরিশোধন করতে হবে
  iii. ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে
নিচের কোনটি সঠিক?
  ক i                       i ii                  ii iii                         i, ii iii
.   তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব
  i. ওয়াইফাই ব্যবহার করে
  ii. ওয়াইম্যাক্স ব্যবহার করে
  iii. ব্রডব্যান্ড ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
  ক i                       i ii                  ii iii                         i, ii iii
নিচের লেখাটি পড়ে নং প্রশ্নের উত্তর
ইরা তার ভাগ্নি তপাকে বলল তোমার আব্বুকে বলবে রাত ১১টায় আমি ছবিসহ একটি -মেইল করব তপা বলল খালামণি, তুমি সকাল ১০টায় মেইল করো রাত ৯টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে
.   এক্ষেত্রে ইরার কখন -মেইল করা উচিত?
  ক রাত ১০টায়                                     রাত ১১টায়             
  গ সকাল ১০টায়                                   বেলা ১১টায়
ইরা ছবিসহ মেইলটি পাঠাবে
  i. ছবিটি attach করে
  ii.  ছবিটি scan করে
  iii. ছবিটি paste করে
নিচের কোনটি সঠিক?
  ক i                     i iii                   i iii                         i, ii iii
.   তারবিহীন ওয়্যারলেস সার্ভিসকে কী বলে?
  ক ওয়াইম্যাক্স        জিপিএস      গ ইন্টারনেট                   ওয়াইফাই
আমাদের অবস্থানটা নিখুঁতভাবে বলে দিতে পারে কে?
  ক গ্লোবাল পজিশনিং সিস্টেম                গ্লোবাল পজিশন সিস্টেম
  গ গ্লোবাল পজিশনিং সার্ভিস                    গ্লোব পজিশনিং সার্ভিস
.   নতুন প্রায় সব গাড়িতে পথ দেখানোর জন্য কী লাগানো থাকে?
  ক IPS                 GSP                   GPS                       রাস্তার ম্যাপ
১০. পৃথিবীর সব বই ঘরে বসে পাওয়ার মাধ্যম কোনটি?
  ক -লাইব্রেরি                                      কম্পিউটার লাইব্রেরি
  গ ভ্রাম্যমান লাইব্রেরি                             -বুক
১১. বর্তমানে -মেইলের মাধ্যমে যোগাযোগ করার বিষয়টি কিসে পরিণত হয়েছে?
  ক জটিল বিষয়ে                                    সার্ভারে                      
  গ সাধারণ বিষয়ে                               ডকুমেন্টে
১২. মেইল বক্স থেকে -মেইলটি যখন ইচ্ছা খুলে পড়তে পারে কে?
  ক যে কেউ                                          ঠিকানাটি যার            
  গ ব্লগাররা                                           ব্রাউজাররা
১৩দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের প্রধান হাতিয়ার কী?
  ক তথ্য                                             দক্ষতা                       
      গবেষণা                                           শিক্ষা স্বাস্থ্য
১৪. -মেইল ঠিকানা খুলতে কী দরকার?
  ক আইডি নম্বর                                    সামান্য অর্থ
  গ সতর্কতা                                          সামান্য প্রশিক্ষণ
১৫. বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইটের নাম কী?
  ক ওলফ্রাম আলফা                                গুগল
  গ ব্লগ                                                  সামাজিক যোগাযোগ সাইট
১৬. পরীক্ষার পর ভর্তির জন্যও কী ব্যবহার করা যায়?
  ক কম্পিউটার                                     ইন্টারনেট                
      ল্যাপটপ                                           ওয়েবসাইট
১৭. বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণের তৈরি সার্চ ইঞ্জিনের নাম কী?
  ক পায়রা               পিঁপড়া                  বক                            পিঁপীলিকা
১৮. গ্লোবাল পজিশনিং সিস্টেম-এর সংক্ষিপ্ত রূপ কী?
  ক GSPY             GPS                 GLPO                       GPSM
১৯-মেইল কথাটির অর্থ কী?
  ক ইলেকট্রনিক মেইল                          ইনপুট মেইল
  গ ইমপার্লস মেইল                                 ইনবক্স মেইল
২০. -মেইল ঠিকানা খুলতে কোন ভাষা ব্যবহার করতে হয়?
  ক বাংলা                                             ইংরেজি
  গ বাংলা ইংরেজি                               কিছু বাংলা কিছু ইংরেজি
২১. নিচের কোনটি ইয়াহুর ওয়েব ঠিকানা?
  ক www.yahoo                                www.yahoo.com.
  গ www.yahoo.com                         www yahoo.info
২২. -মেইল খুলতে ফর্ম আসার জন্য কোথায় ক্লিক করতে হবে?
  ক Creat Account-                          Mail-
  গ New Account-                            Creat New Account-
২৩আইডি লেখা শুরু করতে হয় কী দিয়ে?
  ক বর্ণ                 সংখ্যা                   চিত্র                            ডট
২৪. -মেইল খুলতে আইডির দৈর্ঘ্য কত হবে?
  ক থেকে ২৬ অক্ষরের মধ্যে                 থেকে ২৮ অক্ষরের মধ্যে
  গ থেকে ৩০ অক্ষরের মধ্যে       ঘ থেকে ৩২ অক্ষরের মধ্যে
২৫. পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে?
  ক থেকে ৩২ বর্ণের মধ্যে                  থেকে ৩৪ বর্ণের মধ্যে
  গ থেকে ৩৬ বর্ণের মধ্যে                    থেকে ৩৮ বর্ণের মধ্যে
২৬দেশের অসংখ্য স্কুলকে পরিচালনা করার জন্য কী ব্যবহার করা যায়?
  ক কম্পিউটার       ইন্টারনেট           ল্যাপটপ                      ওয়েবসাইট
২৭. পিঁপীলিকা নামক সার্চ ইঞ্জিন কোন দেশে ব্যবহার হয়?
  ক বাংলাদেশ                                      ভারত                       
      নেপাল                                             ভুটান
২৮. -মেইল খোলার ব্যাপারে কীরূপ থাকা জরুরি?
  ক দায়িত¦শীল                                     সতর্কতা                    
  গ সাবধান                                           স্বাভাবিক
২৯. মেইল বক্সে জমা হয় কোনটি?
  ক কোনো ঠিকানা থেকে ডকুমেন্ট এলে        কোনো ঠিকানা থেকে -মেইল এলে
  গ কোনো ঠিকানা থেকে ফাইল এলে             কোনো ঠিকানা থেকে ছবি এলে
৩০প্রায় সময়ই বিনা পয়সাই করা যায় কোন কাজ?
  ক স্মার্ট ফোনে ইন্টারনেট ব্রাউজ করা    খ ল্যাটপটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা
  গ -মেইল পড়া পাঠানোর কাজ            জনপ্রিয় সাইটগুলোতে সার্চ করা
৩১কিসের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতের বড় হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে পরিচিত?
  ক -মেইলের         আইডির               পাসওয়ার্ডের              ফর্মের
৩২-মেইল পাঠাতে compose লেখা জায়গায় মাউস ক্লিক করে অপেক্ষা করলেই কী আসবে?
  ক ফর্ম                                                ঠিকানা                      
  গ বিশেষ ক্যারেক্টার                                  সাদা পাতা
৩৩. জেএসসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করা যায় কীভাবে?
  ক সরাসরি ইন্টারনেট থেকে                  সরাসরি -রেজাল্ট থেকে
  গ সরাসরি ওয়েবসাইট থেকে                  সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে
৩৪পৃথিবীর যাবতীয় বই কীভাবে সংগ্রহ করা যাবে?
-লাইব্রেরিতে যোগাযোগ করে              পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করে
-বুক রিডারে ডাউনলোড করে          ওয়েবসাইট থেকে ডাউনলোড করে
৩৫বিনামূল্যে -মেইল ঠিকানা খোলার শর্ত কোনটি?
ইন্টারনেটের সাথে সংযুক্ত আইসিটি যন্ত্র
ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল ফাইল
-মেইল সেবাদাতার মাধ্যমে -মেইল খোলা
পরিচিত সার্ভিসগুলোর মাধ্যমে -মেইল খোলা
৩৬. সন্দেহভাজন -মেইল এলে তা খোলা উচিত নয় কেন?
-মেইলে বিশ্রিকর কথা লিখা থাকতে পারে
ভাইরাস এসে আইসিটি šত্রকে বিপদে ফেলতে পারে
আইসিটি šত্রটির গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে
অপরাধীরা হুমকি দেওয়ার জন্য পাঠাতে পারে
৩৭ওয়েবসাইট ওলফ্রামআলফাতে কী পাওয়া যায়?
বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমাধান              বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান
বিভিন্ন শিক্ষা সংক্রান্ত পাঠ্যপুস্তক           বিশ্বের যাবতীয় বই
৩৮. একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড প্রকাশ হলে কী হবে?
যে কেউ একাউন্টে প্রবেশ করবে
প্রত্যেকে ওয়েলকাম জানাবে
একাউন্ট থেকে -মেইল পাঠানো বন্ধ হয়ে যাবে
একাউন্টে সবাই সুন্দর সুন্দর মেইল পাঠাবে
৩৯. কোন রকম কাজ খুঁজে পাওয়া দিনে দিনে কঠিন হয়ে আসছে?
ইন্টারনেটের উপর নির্ভর করে              ইন্টারনেটের উপর নির্ভর করে না
ইন্টারনেটের সামান্যতম নির্ভর করে       ইন্টারনেট দ্বারা সম্পন্ন হয়
৪০. ইন্টারনেটের সাহায্য নেওয়া হয় কখন?
কোনো বিষয় বুঝতে না পারলে           কোনো বিষয় জানা থাকলে
কোনো বিষয়কে উপলব্ধি করার জন্য  ঘ কোনো কাজকে ধীরে ধীরে এগিয়ে নেওয়ার জন্য
৪১. -মেইল খুলতে ফর্ম পূরণে লিখতে হয়
i.নাম, জন্মদিন
ii. পাসওয়ার্ড নম্বর
iii. পোস্টকোড
নিচের কোনটি সঠিক?
i ii                 i iii                 ii iii                         i, ii iii
৪২. জিপিএস পদ্ধতিতে ইন্টারনেটে পাওয়া যায়
i.রাস্তাঘাটের ম্যাপ
ii. কোন প্রতিষ্ঠান কোথায়
iii. পুরোনো জমিদার বাড়ির ঠিকানা
নিচের কোনটি সঠিক?
i ii                 i iii                   ii iii                         i, ii iii
৪৩ইন্টারনেটের কারণে শিক্ষার্থীদের সীমাবদ্ধ থাকতে হয় না
i.ক্লাসরুমের মাঝে
ii. শিক্ষকদের মাঝে
iii. পড়াশুনার মাঝে
নিচের কোনটি সঠিক?
i ii               i iii                   ii iii                         i, ii iii
৪৪. ইচ্ছা করলে মানুষ পকেটে রেখে দিতে পারে
i.একটি কম্পিউটার
ii. একটি লাইব্রেরি
iii. একটি স্মার্টফোন
নিচের কোনটি সঠিক?
i ii                 i iii                   ii iii                         i, ii iii
৪৫. বিশ্বব্যাপী জনপ্রিয় সাইটগুলো হলো-
i.ইয়াহু-মেইল সার্ভিস
ii. জি-মেইল সার্ভিস
iii. -মেইল সার্ভিস
নিচের কোনটি সঠিক?
i ii               i iii                   ii iii                         i, ii iii
৪৬-মেইল একাউন্টের গোপনীয়তা সংরক্ষণ করতে হয়
i.আইডি (ওউ) নম্বর
  ii. পাসওয়ার্ড নম্বর
ii. -মেইল একাউন্ট নম্বর
নিচের কোনটি সঠিক?
i ii               i iii                   ii iii                         i, ii iii
৪৭. সমস্যা সমাধানের অভিজ্ঞতা প্রকাশ করা যায়-
i.-লাইব্রেরিতে
ii. ব্লগে
ii. সামাজিক যোগাযোগ সাইটে
নিচের কোনটি সঠিক?
i ii                 i iii                   ii iii                       i, ii iii
৪৮. পাসওয়ার্ডকে সুরক্ষিত করতে ব্যবহার করতে হবে-
i.বর্ণ সংখ্যা
ii. বিশেষ ক্যারেক্টার
iii. ইয়াহু আইডিয়া
নিচের কোনটি সঠিক?
i ii               i iii                   ii iii                         i, ii iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯-৫১ নং প্রশ্নের উত্তর দাও :
বড় বোনকে একটা -মেইল করার জন্য ঝুমুর তার -মেইল ঠিকানায় প্রবেশ করে স্ক্রিনে একটি  সাদা পাতা আসলে কয়েকটি কথা লিখে পাঠিয়ে দেয়
৪৯. ঝুমুর -মেইলটি পাঠাতে শেষে কোথায় ক্লিক করেছিল?
mail-             finish-               send-                    end-
৫০. ঝুমুর -মেইল ঠিকানায় প্রবেশ করার আগে কী করেছিল?
ইন্টারনেট ব্রাউজার চালু করেছিল       
মাউস ক্লিক করে মেইল ঠিকানায় গিয়েছিল
পাসওয়ার্ডটি টাইপ করেছিল                 
ইয়াহু আইডি পাসওয়ার্ড টাইপ করেছিল
৫১. ঝুমুরের স্ক্রিনে সাদা পাতা আসে কখন?
mail লেখা জায়গায় মাউস ক্লিক করার পর
compose লেখা জায়গায় মাউস ক্লিক করার পর
account লেখা জায়গায় মাউস ক্লিক করার পর
password দিয়ে নিজের ঠিকানায় প্রবেশ করার পর

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
মোবাইল ফোনকে স্মার্টফোন বলা হচ্ছে কেন সংক্ষেপে লেখ
জিপিএস সম্পর্কে বর্ণনা করো
পিপীলকা সম্পর্কে যা জানো লেখ
দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার সংক্ষেপে লেখ
-মেইল কি? -মেইল ব্যবহার করার পূর্বশর্তগুলো কী কী?
পাসওয়ার্ডকে সুরক্ষিত সংরক্ষণের জন্য কী করতে হবে লেখ
-মেইল ঠিকানা খোলার পদ্ধতি বর্ণনা কর
-বুক রিডার সম্পর্কে লেখ
ওয়েব ব্রাউজ ইন্টারনেট ব্রাউজ সম্পর্কে সংক্ষেপে লেখ

১০ ফেসবুক সম্পর্কে যা জান লেখ