অষ্টম শ্রেণি: সাধারণ বিজ্ঞান


প্রথম অধ্যায়

প্রাণীজগতের শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনী
.   কোনটি প্রাণিজগতকে জানার পথ সহজ করে দিয়েছে?
      . দলকরণ                          l শ্রেণিবিন্যাস
      . বিভাজন                          . বাহ্যিক গঠন
.   অ্যামিবা কোন ধরনের প্রাণী?
      . বহুকোষী                         . স্থলজ
      l অনুবীক্ষণিক                     . মরুজ
. নিচের কোন প্রণীটির মেরুদন্ড নেই?
      . অ্যামিবার                        . তারামাছ
      . তেলাপোকা                       l সবগুলো সঠিক
.   নিচের কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী শ্রেণিবিন্যাস করা হয়?    
     . প্রাণিদেহে                          . বিভন্নি প্রাণীর মধ্যে মিল অমিল
      , বিভিন্ন প্রাণীর মধ্যে বিদ্যমান সম্পর্ক
      l সবগুলো সঠিক
.   মানুষ, কুনোব্যাঙ, কবুতর ইত্যাদির মধ্যে অমিল কোন ক্ষেত্রে?
      . প্রাণী                               l প্রজাতি
      . পর্ব                                 . উপ-পর্ব
শ্রেণিবিন্যাসের ইতিহাসে কোন বিজ্ঞানীর নাম উল্লেখযোগ্য?
      . থিওফ্রাসটাস                    . আলেকজান্ডার ফ্লেমিং
      l জন রে                             . ইবনে সিনা
. কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
      . এরিস্টটল                        l ক্যারোলাস লিনিয়াস
      . থিওফ্রাসটাস                     . ইউক্লিড
কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম-
      lBufo melanostictus  খ. Homo sapians
  গ. Pareplaneta amerecana
  ঘ. Rana tigrine
৯. প্রকৃতির লাঙল কোনটি?
  ক. বানর           l কেঁচো
  গ. ঝিনুক           ঘ. পাখি
১০. কোন প্রানীদের আলাদা উপজগতে ভাগ করা হয়?
  ক. পরিফেরা         খ. সিলেন্টেরেটা
  l প্রোটোজোয়া        গ. কর্ডাটা
১১. নিচের কোনটি প্রটোজোয়া প্রাণী?
  l অ্যামিবা          খ. হাইড্রা
  গ. তারামাছ         ঘ. যকৃতকৃমি
১২. নিচের কোন প্রাণীটি দলবদ্ধ হয়ে বাস করে?
  l স্পঞ্জিলা          খ. শামুক
  গ. তারামাছ         ঘ. কুনোব্যাঙ
১৩.  কোনটির দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
  ক. কেঁচোকৃমি         l স্পঞ্জিলা
  গ. পেট্রোমাইজন       ঘ. হাইড্রা
১৫. কুনোব্যাঙ, টিকটিকি ও ইলিশ মাছ-
  i. অ্যানিমিলিয়া জগতের অšতর্ভুক্ত মাছ
  ii. ভার্টিব্রাটা উপ-পর্বের অšতর্ভুক্ত
  iii. একই শেণির অšতর্ভুক্ত
  নিচের কোনটি সঠিক?
  l i ও ii          খ. ii ও iii
  গ. i ও iii         ঘ. i, ii ও  iii
১৬. নিডোব্লাস্ট এর কাজ হল-
  i. শিকার ধরা
  ii. আত্মরক্ষা করা
  iii. চলনে সহায়তা করা
  নিচের কোনটি সঠিক?
  ক. i ও ii          খ.  i ও  iii
  গ. ii ও iii         l i, ii ও  iii
১৭. নেমাটোডা পর্বের প্রাণীরা-
  i. মাটি ও পানিতে বাস করে
  ii. একলিঙ্গী
  iii. সম্পূর্ণ পৌষ্টিক নালীবিশিষ্ট
  নিচের কোনটি সঠিক?
  ক. i ও ii         খ.  ii ও  iii
  গ. i ও iii         l i, ii ও  iii    
নিচের চিত্র অবলম্বনে ১৮-১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
      
১৮. চিত্রের প্রাণীটি কোন পর্বের šতর্ভুক্ত?
      . Mollusca                  . Chordatat
      l Arthropoda               . Annelida
১৯চিত্রের প্রাণীটি যে পর্বের তার সাথে একাইনোডামাটা পর্বের প্রাণীর পার্থক্য হলো-
      i. একাইনোডারমাটা পর্বের প্রাণী নালীপদের সাহায্যে কিন্তু এটি সন্ধিযুক্ত উপাঙ্গের সাহায্যে চলাচল করে
      ii. একইনোডারমাটা পর্বের প্রাণীর মাথায় অ্যান্টেনা থাকে কিন্তু এটির থাকে না
      iii. একইনোডারমাটা পর্বের প্রাণীর দেহে হিমোসিল থাকে না কিন্তু এটির থাকে
      নিচের কোনটি সঠিক?
      . i                               l  i iii
      . ii iii                       . i, ii   iii

সৃজনশীল প্রশ্নসমূহ:
সৃজনশীল প্রশ্ন-০১ : নিচের অনুচ্ছেদটি পড় এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও
জাহিদের বাড়ি খুলনায় তার বাবা ঘেরে মাছের চাষ করেন মাছ বিদেশে রপ্তানি হয় এবং সাদা সোনা নামে পরিচিত একদিন ঘেরে মাছ ধরার সময় জাহিদ লক্ষ করল, জালে মাছের সাথে শক্ত খোলক দ্বারা আবৃত  কিছু প্রাণী উঠে এসেছে জাহিদের বাবা প্রাণীগুলো ফেলে দিল কিছু সময় পর জাহিদ দেখল, প্রাণীগুলো খোলক থেকে বেশিবহুল পা বের ধীরে ধীরে পানিতে নেমে যাচ্ছে
   () প্রাণিজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি?
   () সকল মেরুদন্ডী প্রাণী কর্ডাটা পর্বের হলেও সকল কর্ডাটা পর্বের প্রাণী নয় কেন?
   () কীভাবে তুমি জাহিদের বাবার চাষকৃত মাছকে শনাক্ত করবে ব্যাখ্যা কর
   () উদ্দীপকে বর্ণিত প্রাণীগুলোর মধ্যে জাতীয় অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখে? তোমার ধারণায় লেখ

& সৃজনশীল প্রশ্ন-০২ : নিচের চিত্রটি লক্ষ কর এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও
         
চিত্র :- A  
চিত্র :- B


      () দ্বিপদ নামকরণ কাকে বলে?
      () প্রাণীদের বিভিন্ন দলে বিভক্ত করার কারণ কী?
      () চিত্র-A চিত্র-B প্রাণীদ্বয়ের শনাক্তকারী বৈশিষ্ট্য তুলে ধর
      () চিত্রের প্রাণীদ্বয় মানুষের জন্য উপকারী না ক্ষতিকর তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও



দ্বিতীয় অধ্যায়

জীবের বৃদ্ধি ও বংশগতি

.   জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়?
      .                        
      .                         .
.   মাইটোসিস কোষ বিভাজনে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়?
      দুটি                      . তিনটি
      . চারটি                  . পাঁচটি
জিনতত্ত্বের জনক কে?
      মেন্ডেল                 . ডারউইন
      . ক্রিক                   . ওয়াটসর
.   মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি কতবার বিভাজিত হয়?
      একবার                . তিনবার
      . চারবার               . পাঁচবার
.   মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
      . সাইটোকাইনেসিস  ক্যারিওকাইনেসিস
      . ইন্টারফেজ            . নিউক্লিওপ্লাজম
মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলা হয়?
      . ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস
      . দ্বি-বিভাজন          . ইন্টারফেজ
.   মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
      প্রোফেজ                . মেটাফেজ
      . অ্যানাফেজ            . টেলোফেজ
মাইটোসিসের কোন ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়?
      . প্রোফেজ               . মেটাফেজ
      . টেলোফেজ            অ্যানাফেজ
.   মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপের বৈশিষ্ট্য কোনটি?
      . কোষের নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়
      কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়
      . কোষের নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়
      . কোষের নিউক্লিয়াস আকারে ছোট হয়
১০. মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
      . ধরনের বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় বলে
      . ধরনের বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় বলে
      . ধরনের বিভাজনে নিউক্লিয়াস মাত্র একবার বিভাজিত হয় বলে
      ধরনের বিভাজনে ক্রোমজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে
১১. মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে-
      i. হ্রাসমূলক বিভাজন বলে
      ii. চারটি অপত্য কোষে পরিণত হয়
      iii. নিউক্লিয়াসের একবার বিভাজন ঘটে
      নিচের কোনটি সঠিক?
      i ii                    . i iii
      . ii iii                  . i, ii   ii
    কোষ বিভাজন প্রক্রিয়ার একটি পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাবে বিভক্ত হয়ে যায় পর্যায়ে ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়
        উপরের উদ্দীপকের আলোকে ১২-১৪ প্রশ্নের উত্তর দাও:
১২উদ্দীপকে বর্ণিত পর্যায়টির নাম কী?
        . প্রোফেজ                    . মেটাফেজ
        অ্যানাফেজ                 . টেলোফেজ
১৩.                                        পর্যায়ে কিসের বিলুপ্তি ঘটে?
        স্পিন্ডল তন্তু              . সেন্ট্রোমিয়ার
        . নিউক্লিওলাস            . ক্রোমোজোম
১৪. সময় ক্রোমোজোমগুলোর আকৃতি নিম্নরূপ হয়-
        i. ইংরেজি V
        ii. ইংরেজি L
        iii. ইংরেজি P
        নিচের কোনটি সঠিক?
        i ii                            . ii   iii
        . i iii                          . i, ii   iii

সম্ভাব্য জ্ঞান () অনুধাবনমূলক () প্রশ্ন

. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?
. কোন কোন জীব অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে?
. কিভাবে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে?
কেন্দ্রিকার বিভাজন বা ক্যারিওকাইনেসিস কি?
ক্রোমোজোম কি?
. সাইটোকাইনেসিস কি?
মিয়োসিস কেন হয়?
. সেন্ট্রোমিয়ার কি?
সমীকরণিক কোষ বিভাজন কোনটি?
১০. সাইটোকাইনেসিস কাকে বলে?
১১. ক্যারিওকাইনেসিস কাকে বলে?
১২মিয়োসিস কোথায় ঘটে?
১৩প্রোফেজ টেলোফোজের দশার দুটি পার্থক্য লেখ


নমুনা সৃজনশীল প্রশ্ন-০১:
ফারাবী স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন ¤পর্কে আলোচনা করছিলেন তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুইভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে
() কোন ধরনের কোষ বিভাজনে জননকোষ উৎপন্ন হয়?
() অ্যামাইটোসিস বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর
() ফারাবী স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও
() ফারাবী স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ কর

সৃজনশীল প্রশ্ন-০১ :
আমরা জানি, দুধ কয়েকদিন রেখে দিলে তা দইতে পরিণত হয় পাউরুটি - দিন খোলা অবস্থায় রেখে দিলে তাতে এক ধরনের সাদা আস্তরণ পড়ে এবং খাওয়ার অনুপযোগী হয় কিন্তু কখনও ভেবেছি কেন এমন হয়? মূলত বিশেষ ধরনের এককোষী জীবের সংক্রমণে দুটি ঘটনা ঘটে ঘটনা সম্পাদনকারী একাকোষী জীবগুলো দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে সম্পাদানকারী এককোষী জীবগুলো দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে - দিনের মধ্যে লক্ষ লক্ষ জীবে পরিণত হয়
    . ক্রোমোজোম কাকে বলে?
    . মাইটোসিস কোষ বিভাজনকে সীমকরণিক বিভাজন বলা হয় কেন?
    . উদ্দীপকের ঘটনাবলি সম্পাদনকারী জীবগুলো কীভাবে কোষ বিভাজন ঘটায়? চিত্রসহকারে ব্যাখ্যা কর

    . আমাদের জীবজগতে উদ্দীপকের কোষ বিভাজন প্রক্রিয়ায় গুরুত্ব বিশ্লেষণ কর