অষ্টম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন কাঠামোসমূহ

বাংলা-১ম পত্র
গদ্য:
১. অতিথির স্মৃতি
২. বাঙালির বাংলা
৩. পড়ে পাওয়া
৪. তৈলচিত্রের ভূত
৫. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
৬. আমাদের লোকশিল্প
৭. সুখী মানুষ
৮. শিল্পকলার নানা দিক
৯. মংড়ুর পথে
১০. বাংলা নববর্ষ
১১. বাংলা ভাষার জন্মকথা

কবিতা:
১. মানবধর্ম
২. বঙ্গভূমির প্রতি
৩. দুই বিঘা জমি
৪. পাছে লোকে কিছু বলে
৫. নারী
৬. আবার আসিব ফিরে
৭. দেশ
৮. নদীর স্বপ্ন
৯. জাগো তবে অরণ্য কন্যারা
১০. প্রার্থী
১১. একুশের গান

আনন্দপাঠ:
১. কিশোর কাজি
২. রাজকুমার ও ভিখারির ছেলে
৩. রবিনসন ক্রশো
৪. সোহরাব রোস্তম
৫. মার্চেন্ট অব ভেনিস
৬. রিপভ্যান উইংকল
৭. রামায়ণ-কাহিনী[আদিকান্ড]
৮. সাড়ে তিন হাত জমি


বাংলা-২য় পত্র
ব্যাকরণ অংশ:
১. পরিচ্ছেদ-১- ভাষা
২. পরিচ্ছেদ-২- ধ্বনি ও বর্ণ
৩. পরিচ্ছেদ-৩- সন্ধি
৪. পরিচ্ছেদ-৪- শব্দ ও পদ
৫. পরিচ্ছেদ-৫- শব্দ গঠন
৬. পরিচ্ছেদ-৬- বাক্য
৭. পরিচ্ছেদ-৭- বিরাহচিহ্ন
৮. পরিচ্ছেদ-৮- বানান
৯. পরিচ্ছেদ-৯- অভিধান
১০. পরিচ্ছেদ-১০- শব্দার্থ
১০. পরিচ্ছেদ-১১- বাগধারা

বিরচন অংশ:
১. সারাংশ/ সারমর্শ
২. ভাবসম্প্রসারণ
৩. অনুচ্ছেদ
৪. অনুধাবন পরীক্ষণ
৫. পত্রলিখন/দরখাস্ত
৬. রচনা
First